
ছবি: সংগৃহীত
একের পর পর আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশ। অবশেষে ৭৪ মিনিটে গোলের দেখা পান যুবারা। আশিকুর রহমানের গোলে নেপালের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তবে শেষদিকে একটি গোল হজম করলেও ততক্ষণে ফল চলে যায় বাংলাদেশী যুবাদের পক্ষে। আর তাতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলো ছোটনের শিষ্যরা।
শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টায় শুরু হয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এনিয়ে টানা দ্বিতীয়বারে মতো এ টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল-সবুজের জার্সিধারীরা।
এদিন খেলার শুরু থেকেই নেপালের বিপক্ষে একের পর আক্রমণ করতে থাকে বাংলাদেশী যুবারা। তবে গোল শূন্য থেকে প্রথমার্ধে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে খেলা। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে কর্নার কিক থেকে গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করেন আশিকুর রহমান। এর ৬ মিনিট পর ৮০তম মিনিটে মানিকের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল।
আরওপড়ুন<<>>আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ
অপরদিকে, গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপালের যুবারা। ম্যাচের ৮৭তম মিনিটে একটি গোল শোধ করে তারা। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশ দল জয়লাভ করে।
উল্লেখ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে বাংলাদেশের যুবারা।
অপরদিকে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ‘এ’ গ্রুপের রানার-আপ মালদ্বীপ।
একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গত আসরে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।