Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২১ মে ২০২৫

আপডেট: ২০:৩৭, ২১ মে ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে আগেই। এবার চূড়ান্ত হয়েছে দুদলের টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচিও। তিন ম্যাচের সিরিজিটি আগামী ২৮ মে থেকে শুরু হবে। আর সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বুধবার (২১ মে) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মে ও ০১ জুন। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। বুধবার (২২ মে) সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও আরব আমিরাত।

আরওপড়ুন<<>>ইংলিশ চ্যানেল পাড়ি দিবেন বাংলাদেশের সাগর-হিমেল

একদিন বিশ্রাম শেষে শুক্র (২৩ মে) ও শনিবার (২৪ মে) দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রোববার (২৫ মে) লাহোরের পথে রওনা হবেন তারা। সেখানে দুদিন অনুশীলন ক্যাম্প করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু কাশ্মীরের পেহেলগামের ঘটনায় ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাবে এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে এটি। এরপর দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হয় বাংলাদেশের পাকিস্তান সফর।

এফটিপি অনুযায়ী এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। পরবর্তীতে নতুন সিদ্ধান্ত আসে সিরিজটি হবে তিন ম্যাচের।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে দুদল। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১৬টি ম্যাচ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়