ছবি: সংগৃহীত
লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ বাংলাদেশি। তাদেরকে ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে একটি চার্টার্ড বিমানে দেশে ফেরেন তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৩৯০ বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। লিবিয়া থেকে ঢাকায় আনা হয়। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ছিলেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।