Apan Desh | আপন দেশ

বিদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিলো কুয়েত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২১ এপ্রিল ২০২৪

বিদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিলো কুয়েত

ছবি: সংগৃহীত

বিদেশ থেকে শ্রমিক নিয়োগে সব বিধিনিষেধ তুলে নিয়েছে কুয়েত। বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন এনেছে দেশটি। এতে সব ধরনের বাধা কেটে গেল। এখন থেকে সহজেই অন্যদেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা।

গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ জুন থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। 

আগের নিয়ম অনুযায়ী, শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে কুয়েতে কর্মরত বা অবস্থানরত বিদেশি শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। তাছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেয়া যেতো। আগের ওই নিয়মের কারণে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রমব্যয় ও শ্রমিক সঙ্কট কমাতে বিদেশি শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নেয়ার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। 

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্ট-টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দ্বিতীয় চাকরি করার ক্ষেত্রে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে। বর্তমানে পার্ট-টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ পান কর্মীরা। তবে দেশটির নির্মাণখাতে শ্রমিকসঙ্কট থাকায় এ খাতের শ্রমিকদের একসঙ্গে দুটি চাকরি করার এ সুযোগ দেয়া হয়নি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়