ছবি : সংগৃহীত
ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে সদ্য ঘোষিত ফলাফলে মাত্র ১৯ বছর বয়সে স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ইসমাইল উদ্দীন।
শুক্রবার (৪ মে) ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায়, বড় দুটি রাজনৈতিক দল লেবার কনজারভেটিভসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলে ইসমাইল অন্যতম এলাকা ব্রাডফোর্ডের বৌলিং অ্যান্ড বারকারন্ড ওয়ার্ডে নির্বাচিত হন।
আরও পড়ুন <> কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতির অভিযোগ
বিজয়ী হওয়ার পর ইসমাইল উদ্দীন বলেন, ব্রিটেনের বুকে বয়সে কনিষ্ঠ স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হতে পেরে আমি ভোটার, আমার পরিবার এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।