ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার শ্রমবাজারে আবারো কোটা পেতে সরকার কাজ করছে। আমরা যোগাযোগ করেছি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না। শ্রম বাজার খোলা হবে এবং খোলা থাকবে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ মে) নিজ মন্ত্রণালয়ে মালয়েশিয়াগামী কর্মীদের সেন্ড-অফ প্রোগ্রাম শেষে একথা জানান।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ার সরকার বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে আগামী ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই কোটা অনুযায়ী কর্মী পাঠাতে কাজ করছে সরকার।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি পাঠিয়েছি। তবে আমাদের আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না বাড়ায়, তাতেও কোনো সমস্যা হবে না। কারণ আমরা আগামী ৩১ মে লক্ষ্য করে কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন>> মালয়েশিয়া তিন হাজার ৬০৪ বাংলাদেশির সেকেন্ড হোম
শফিকুর রহমান চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি যে, ৩১ তারিখের মধ্যে কোটার সকল কর্মী যেন পাঠাতে পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন, তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে।
সভায় জানানো হয়, ২০২২ সালের অক্টোবর মাস থেকে সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জন কর্মী প্রেরণ করেছে বোয়েসেল।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।