ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের ওয়ার্দিং কাউন্সিলের লর্ড মেয়র হয়েছেন বাংলাদেশের সিলেটের যুবক ইবশা চৌধুরী।
মঙ্গলবার (২১ মে) তিনি এ কাউন্সিলের প্রথম মুসলিম পুরুষ মেয়র নির্বাচিত হন। মাত্র ৪১ বছর বয়সে কাউন্সিলররা তাকে মেয়র পদে নির্বাচিত করেন, যুক্তরাজ্যে তিনিই বাংলাদেশি বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ মেয়র। এর আগে ইবসা এ কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইবসার জন্ম বাংলাদেশের সিলেটে, সেখানেই স্কুল-কলেজে পড়াশোনার পর একুশ বছর বয়সে তিনি ইংল্যান্ডের ওয়ার্দিংয়ে আসেন। সেখানে তিনি ২২ বছর ধরে পরিবারের সঙ্গে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।
ইবসা ব্রিটেনে প্রথমে বেসরকারি চাকরি শুরু করেন ও পরে সিভিল সার্ভিসে চলে যান। করোনা মহামারি চলাকালীন, তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন এবং এনএইচএস-কে খাবারের সমন্বয় ও সরবরাহ করতে সহায়তা করেন।
২০১৯ সালে ইবসা লেবার পার্টিতে যোগ দেন এবং দলের সক্রিয় সদস্য হন। ২০২১ সালে তিনি ক্যাসেল ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তিনি ওয়ার্দিং টাউন ফুটবল ক্লাবের ইকুয়ালিটি অফিসারও।
তিনি বলেন, ‘আমাকে এত কিছু দেয়ার জন্য আমি এ শহরের কাছে কৃতজ্ঞ। আমাকে যে সুযোগ দেয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত। ওয়ার্দিংয়ের মেয়র হিসেবে নিযুক্ত হওয়া সম্মানের।’
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।