ছবি: সংগৃহীত
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। দেশটির নতুন সরকারি নীতি অনুযায়ী, টেকসই উন্নয়ন ফি হিসেবে বাংলাদেশি পর্যটকদের এখন থেকে ভুটানে গেলে গুনতে হবে ১৫ ডলার। রোববার (২ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
ভুটানে একই পরিমাণ ফি দিতে হচ্ছে ভারতীয় পর্যটকদেরও।
ভুটান সরকারের পর্যটন বিভাগ জানায়, বাংলাদেশি পর্যটকদের ব্যাপারে তারা নীতিতে সংশোধনী এনেছে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতি বছর ১৫ ডলার ফি’র বিনিময়ে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটানে ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করে ভুটান সরকার। নতুন পর্যটন নীতি ২ জুন থেকে কার্যকর হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।