Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ৫ জুন ২০২৪

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ছে না

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান ও মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে আর কোনো সময় বাড়াবে না মালয়েশিয়ার সরকার। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম।

বুধবার (৫ জুন) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ১৭ হাজার কর্মী পাঠানোর জন্য সময় বৃদ্ধি করার জন্য পুনরায় আহ্বান জানান।

শেষ সময়ে কোনো ই-ভিসা ইস্যু করা হয়নি জানিয়ে হাসনা মোহাম্মদ হাসিম বলেন, কোনো মিথ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, তদন্তের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত সবার ক্ষতিপূরণ দেয়া হবে।

এর আগে ২৯ মে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, কর্মীদের ৩১ মের মধ্যেই মালয়েশিয়ায় যেতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না। আর এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশসহ আরও ১৫টি দেশেও মেয়াদ বাড়ছে না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়