Apan Desh | আপন দেশ

লন্ডনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ২৮ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৫৭, ২৮ জুলাই ২০২৪

লন্ডনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ 

ছবি: সংগৃহীত

লন্ডনে একই সময়ে সমাবেশ ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি। সোমবার (২৯ জুলাই) দুপুরে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় যুক্তরাজ্যে প্রবাসীদের মধ্য ক্ষোভ দেখা দেয়। এরই জেরে পাল্টাপাল্টি সমাবেশ ডাকা হয়।

স্থানীয় আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। 

সাংবাদিকদের প্রশ্নে সুলতান মাহমুদ শরীফ অভিযোগ করে বলেন, তারেক রহমান ও জামায়াত শিবির চক্র বাংলাদেশকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আন্তর্জাতিক আর্থিক সহায়তায় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

গত ১৮ জুলাই পূর্ব লন্ডনে এরকম দুটি সমাবেশ শেষে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে গ্রেফতার, গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এ ঘটনার পুনরাবৃত্তি হওয়ার শঙ্কায় উদ্বেগ জানিয়েছেন তারা।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়