ছবি: সংগৃহীত
ত্রিপুরার উজান থেকে নেমে আসা ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দেশের উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলার লাখ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা ফেনীর। এসব এলাকায় বর্তমানে তৈরি হয়েছে হৃদয়বিদারক এক মানবিক বিপর্যয়ের।
এ কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি চ্যারিটেবল ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগে অংশ নিতে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন নেতারা জানান, মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একটি ফান্ড পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ তহবিলটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হবে। যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরভাবে সহায়তা করা যায়।
তারা জানান, বিচ্ছিন্নভাবে ত্রাণ পাঠানোর পরিবর্তে, একত্রে সুন্দরভাবে বণ্টন করা গেলে এ সহায়তা বাংলাদেশের পুনর্গঠনে দ্রুত ভূমিকা রাখতে সক্ষম হবে।
মালয়েশিয়া প্রবাসীরা এ উদ্যোগে অংশ নেয়ার জন্য নিম্নোক্ত ঠিকানায় অনুদান পাঠাতে পারবে।
CIMB ISLAMIC BANK BERHAD, A/C name: Md Ruhul Amin Sarker A/C no: 7600846856
Reference: BD Flood.
অনুদানের ব্যাংক রিসিট মো: মাসুদুর রহমানের +৬০১৯৫৬৬৯০৪৬ নাম্বারে পাঠাতে ফোরামের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।