Apan Desh | আপন দেশ

পর্তুগালে এক বছরে ১০ হাজার বাংলাদেশি নিয়মিত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

পর্তুগালে এক বছরে ১০ হাজার বাংলাদেশি নিয়মিত

ছবি: সংগৃহীত

পর্তুগালে গত এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি নিয়মিত হয়েছেন। তারা বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন।

যা এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে ভারত। যাদের ১২ হাজার ১৮৫ জন নাগরিক নিয়মিত হয়েছেন।

পর্তুগালের অভিবাসন সংস্থার ২০২৩ সালের রিপোর্ট মতে, বর্তমানে দেশটিতে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। যা পর্তুগালের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। ২০২২ সালের তুলনায় এ সংখ্যা ৩৩.৭১ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ২০ হাজার ৩৯৫ জন পুরুষ। ৫ হাজার ২৭১ জন নারী।

পর্তুগালে সবচেয়ে বেশি বসবাসের অনুমতি পেয়েছেন ব্রাজিলের নাগরিকরা। এক বছরে দেশটির এক লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক পর্তুগালে নিয়মিত হয়েছেন। বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের পর রয়েছে ইতালি, নেপাল এবং যুক্তরাজ্য।

অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা'র আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা করা হয়। এ কারণে প্রায় ২০ হাজারেরও বেশি বাংলাদেশি এখনও অপেক্ষায় রয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, পর্তুগালের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে এ সংখ্যা আরও বাড়বে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়