ছবি: আপন দেশ
বিভিন্ন অপরাধে সাজা শেষে মালয়েশিয়া থেকে ২২ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের ফেরত পাঠায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর আওতায় পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোর আগে মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে তাদের নাগরিকত্ব যাচাই ও অনুমোদন নেয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিক ছাড়াও পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে ভারতের ৩০ জন, ইন্দোনেশিয়ার ২৫ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১১ জন, শ্রীলঙ্কার ৮ জন, থাইল্যান্ডের ৫ জন এবং ফিলিপাইনের ৪ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে এ ব্যক্তিদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জন বিদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।