Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৪২, ৫ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেফতার

সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার তামান শ্রী মুদা সেকশন ২৫ এলাকায় অভিযান চালিয়ে ৬০২ অভিবাসীকে আটক করা হয়।

মালশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। 

শনিবার (৫ অক্টোবর) সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে এ অভিবাসীদের গ্রেফতার করা হয়। কসমো অনলাইন ও সিনার হারিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেফতার করা হয়। দ্য স্টার অনলাইনকে সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, গ্রেফতার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও ১ জন নারী বাংলাদেশি।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।  

মন্ত্রী আরও বলেন, এ এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। ১ হাজার ৯১ জন বিদেশির মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়