ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। পরে ওই শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজিজি মাত আরিস বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে দেখা গেছে। এরপর জামাতে নামাজ পড়তে দেখা গেছে।
তিনি বলেন, এ এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।