ফাইল ছবি
মালয়েশিয়ার চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ তিন বাংলাদেশি মারা গেছেন।
সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।
ইস্কান্দার জানান, পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান সালাম ওরফে আকাশ (২১ ) নামের এক বাংলাদেশি। সে মুন্সীেঞ্জের রামজানবেগ থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
১০ অক্টোবর জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের। উভয় জনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আর রোববার (১৩ অক্টোবর) সবশেষ দগ্ধ বাংলাদেশির মৃত্যু হয়। বর্তমানে তিনটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গত শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।
মৃতদেহ তিনটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জাহিদুর রহমান জানান, মৃত ও আহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি দল হতাহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে সব রকমের সহযোগিতা ও তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।