Apan Desh | আপন দেশ

তসলিমা নাসরিনের কটাক্ষ: মেধাবীরা ফেল করছে কেন?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ১৫ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:০০, ১৫ অক্টোবর ২০২৪

তসলিমা নাসরিনের কটাক্ষ: মেধাবীরা ফেল করছে কেন?

ফাইল ছবি

ভারতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন বরাবরই তার মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এইচএসসির ফল প্রকাশের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে একটি বিতর্কিত পোস্ট করেছেন তিনি।

তসলিমা নাসরিন তার পোস্টে লিখেছেন, মেধাবীরা ফেল করছে কেন? এ মন্তব্যটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই মন্তব্য করেছেন, পড়ালেখা না করে রাস্তায় আন্দোলন করে বেড়ালে পাশ করবে কেমনে?আবার কেউ বলেছেন, মেধাবীদের পাশ করার কী দরকার! তারা তো দেশ জয় করে ফেলেছে।

আরও পড়ুন>>>রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন

এর আগে, তসলিমা নাসরিন ২ হাজার রুপি কেজিতে বাংলাদেশের ইলিশ কিনে পোস্ট করে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছিলেন। তার এ ধরনের মন্তব্য ও পোস্টগুলো সবসময়ই সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্কের জন্ম দেয়।

আপন দেশ/এমবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়