Apan Desh | আপন দেশ

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২৪ নভেম্বর ২০২৪

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাত, জনজীবন বিপর্যস্ত

ছবি: সংগৃহীত

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের শুরুতেই কানাডার ক্যালগেরিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা ক্যালগেরি ও এর আশপাশের এলাকায় জেঁকে বসেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর থেকে একটানা তুষারপাত হচ্ছে পুরো শহরে। এমন আবহাওয়ায় ইতোমধ্যেই সড়ক দুর্ঘটনায় অনেকেরই গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ সড়ক বরফে আচ্ছাদিত। সড়কের যানবাহনগুলো খুব ধীর গতিতে চলছে।

এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির বাস যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে বাইরে চলাচলের নির্দেশ দিচ্ছে।

আপন দেশ/কেএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়