Apan Desh | আপন দেশ

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ১৩ ডিসেম্বর ২০২৪

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত লেবানন। প্রাণ বাঁচাতে লাখ লাখ লেবানিজ দেশ ছেড়ে পালিয়েছেন। কাজের তাগিদে সেখানে রয়েছেন প্রচুর বাংলাদেশি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা। ফিরেছেনও অনেকে। এবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ফিরলে আরও ৮৫ বাংলাদেশি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের দেশে ফিরতে সহায়তা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

এ সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয় আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

এ নিয়ে ১৬টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট ১ হাজার ৪৮ বাংলাদেশি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়