Apan Desh | আপন দেশ

লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন জাহেদুল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৪

লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন জাহেদুল

ছবি: ইন্টারনেট

কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ট্রেড, রিয়েল এস্টেট ও রেমিট্যান্স মেলায় লটারি জিতেছেন নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম।

কক্সবাজার বা কুয়াকাটায় নির্মাণাধীন পাঁচ তারকা হোটেলের একটি স্যুইটের আংশিক মালিকানা লাভ করেছেন ঝিনাইদহ জেলার এ প্রবাসী। যার বর্তমান মূল্য ৬ লাখ টাকা। ভবিষ্যতে এর মূল্য ১৫-২০ লাখ টাকায় পৌঁছাতে পারে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বিজয়ীর কাছে দলিল হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

গোল্ড স্যান্ডস গ্রুপের এমন ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের মেলা কাতার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে এবং কাতার-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদত হোসেন বাহার বলেন, চার লাখ কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে অন্তত এক জনকে পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। গোল্ড স্যান্ডস গ্রুপ প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক ফাইভ স্টার নির্মাণের পাশাপাশি ঢাকায় পূর্বাচল এবং মাওয়াতে দুটি আধুনিক ল্যান্ড প্রজেক্ট এবং বসুন্ধরাতে ওয়ার্ল্ড ক্লাস অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নির্মাণ করছে গ্রুপটি।

বর্তমানে ট্যুরিজম ইনফ্রাটেকচার ডেভেলপমেন্টে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশী বিনিয়োগ রয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের বলেও জানান তিনি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়