Apan Desh | আপন দেশ

মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ, বাংলাদেশি দম্পতির মৃত্যু 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৪

মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ, বাংলাদেশি দম্পতির মৃত্যু 

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার পার্থ শহরের ওয়ালপোল সি-বিচে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। সমুদ্রসৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে প্রাণ হারিয়েছেন তারা।  তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা দুইটায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন–খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজনে স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়ান প্রবাসী খুবির সাবেক শিক্ষার্থী শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও গণমাধ্যম সুত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার পার্থে ক্রিসমাসের ছুটিতে দুই কন্যা সুবাহ ও সিয়ানা, পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওই বাংলাদেশি দম্পতি। গতকাল দুপুরে ওয়ালপোল সৈকতে ঘুরতে গিয়েছিলেন তারা। সমুদ্রের জোয়ার-ভাটার বিষয়ে অবগত না থাকায় পানিতে নেমে তারা আনন্দ করছিলেন।

হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউয়ে স্বপন ও পাপড়ীর দুই মেয়ে ডুবে যাচ্ছিলেন। তাৎক্ষণিক তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারাও। কন্যাদের জীবিত উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেননি। তারা দুইজন পানিতে ডুবে যান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়