Apan Desh | আপন দেশ

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য স্বস্তির খবর

ফাইল ছবি

কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তাদের জন্য নতুন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।   

এ সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সুযোগ চলবে আগামী তিন মাস। নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা।  
 
অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) সালওয়া রোডে অবস্থিত 'সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে' গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।  

এ সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে, একইসঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়