
ছবি: আপন দেশ
মালয়েশিয়ায় একটি ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দেশটির মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
এতে দগ্ধ হয়ে ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুই বাংলাদেশী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার সকাল ১০টা ৮ মিনিটে একটি জরুরি কল পাওয়ার পর তার টিম দ্রুত ঘটনাস্থলে যায়।
হতাহত শ্রমিকরা কাজের যোগ দেয়ার পর পরই ওই দুর্ঘটনা ঘটে। তারা সবাই বাংলাদেশী শ্রমিক বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।