Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের বিনা খরচে ভিসা দেবে পাকিস্তান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশিদের বিনা খরচে ভিসা দেবে পাকিস্তান

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বাংলাদেশি নাগরিকদের বিনামূল্যে স্টুডেন্ট, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা দেবে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে। এর জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। এ সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা হয়।

হাই কমিশনার বলেন, ৫ আগস্টের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি এতে খুশি। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সেসব পণ্যের তালিকা তৈরির আহবান জানান হাই কমিশনার। তিনি বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম সহজতর করতে উদ্যোগ নেয়া হচ্ছে।

রংপুর অঞ্চলের কৃষি পণ্য পাকিস্তানে রফতানির ক্ষেত্রে শুল্ক সুবিধা থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পাকিস্তান সরকারকে জানানো হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আলোচনা শেষে পাকিস্তান হাই কমিশনার রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়