
জাহাঙ্গীর আলম
সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ কোটি ২৮ লাখ টাকা।
সোমবার (৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম।
দুবাইয়ের একটি জাহাজ নির্মাণ শিল্পে ছয় বছর ধরে কাজ করছেন ওই প্রবাসী বাংলাদেশি। গত ১১ ফেব্রুয়ারি তিনি এটি কিনেছিলেন। জাহাঙ্গীর আলম গত বছরে বছরে প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন। জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮।
আরওপড়ুন<<>>বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো কারাগারে পাঠানোর শঙ্কা
লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে, তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এ সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।
তিনি আরও বলেন, এ অর্থের কিছু অংশ দিয়ে দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করবেন। এছাড়া আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আশা করি, আমার এ গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এ অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।