
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ১৫ জন বাংলাদেশি
ক্রিকেটার হিসেবে ভুয়া টুর্নামেন্টের কাগজপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দেশটিতে প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ।
মঙ্গলবার (১৮ মার্চ) মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সির (একেপিএস) বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ান নেশনাল নিউজ এজেন্সি-বেরনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরওপড়ুন<<>>গ্রেফতার আরসার প্রধান আতাউল্লাহসহ ১০ জন রিমান্ডে
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জনের দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে। যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল। এমনকি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি সেখানে নেই।
এতে আরও বলা হয়েছে, তারা পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনও দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল।
একেপিএস সতর্ক করে দিয়েছে যে, যে কোনও ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানব পাচারের মতো অন্যান্য উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।