
মৃত গ্রিস প্রবাসী তরিকুল ইসলাম মুকুল
ইউরোপের দেশ গ্রিসের এথেন্স শহর থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৪৫) মরদেহ।
মৃত্যুর ১৩ দিন পর শুক্রবার (২১ মার্চ ) রাত ১০টায় গ্রিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
আরওপড়ুন<<>>আগুনে জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণের চেষ্টায় বনরক্ষীরা
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে শনিবার ( ২২ মার্চ) ভোর ৫টার দিকে পাড়ের কায়বা গ্রামে নিজ বাড়িতে মুকুলের মরদেহ নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। পরে সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তরিকুল ইসলাম মুকুল ওই গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
মৃত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন জানান, তার স্বামী পরিবারের সবার সুখের জন্য ২০০৪ সালে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। গত ২২ বছর ধরে প্রবাসে ছিলেন মুকুল। মাঝে মাঝে ছুটিতে দেশে আসত। এ বছরের মাঝামাঝি দেশে আসার কথা ছিলো তার স্বামীর। কিন্তু গত ৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুকুল।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।