
রবিউল আউয়াল ওরফে খোকন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোকে রবিউল আউয়াল ওরফে খোকন (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মৃত রবিউল আউয়াল ওরফে খোকনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো.সলিম উল্যাহ মিশন ও নিহতের ভাতিজা দুবাই প্রবাসী ফখরুল ইসলাম। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোক করে মারা যান খোকন।
আরওপড়ুন<<>>স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নিহতের ভাতিজা ফখরুল ইসলাম জানান, চার বছর আগে তার কাকা খোকন জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে আসেন। সেখানে তিনি তার চাচাতো ভাই কবির খানের সঙ্গে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন। গত কয়েক দিন আগে তারা আজমান শহর থেকে কনস্ট্রাক সাইডের কাজ করতে আবুধাবি শহরে যান। শনিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান তার চাচা।
সেহরি খাওয়ার জন্য চাচা খোকনকে ডাকতে গেলে তার কোনো সাড়া না পাওয়া যায়নি। এ সময় মৃতের চাচাতো ভাই কবির খান গিয়ে দেখেন তিনি হার্ট স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।
ইউপি সদস্য মো.সলিম উল্যাহ মিশন বলেন, রবিউল আউয়াল ওরফে খোকনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।