Apan Desh | আপন দেশ

কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ২৭ মার্চ ২০২৫

কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত অতিথিরা

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ দূতাবাস, কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা। বাণী পাঠ শেষে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর কর্তৃক প্রকাশিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

আরওপড়ুন<<>>‘শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি বরদাশত করা হবে না’

এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। পাশাপাশি তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুথানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান রাষ্ট্রদূত।

শেষে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন এবং জুলাই-আগষ্ট অভ্যুথানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়