Apan Desh | আপন দেশ

লন্ডনে জামালপুর সমিতি ইউ’কে ঈদ পুর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ৯ এপ্রিল ২০২৫

লন্ডনে জামালপুর সমিতি ইউ’কে ঈদ পুর্ণমিলনী

ছবি : আপন দেশ

যুক্তরাজ্যের লন্ডনে পিঠা উৎসবে নানা পদের পিঠা ও মিল্লি ভাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জামালপুর সমিতি ইউকের ঈদ পুর্ণমিলনী। রোবাবার  (৬ এপ্রিল) ইস্ট লন্ডনের স্টিফোর্ড সেন্টারে সমিতির সভাপতি সৈয়দ শামীম জামানের সভাপতিত্বে  ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

লন্ডনস্থ জামালপুর সমিতি ইউকে'র সভাপতি সৈয়দ শামীম জামান বলেন, লন্ডনে বসবাসরত  জামালপুরের প্রবাসীদের একত্রিত করে নানা অনুষ্ঠানের মাধমে জামালপুরকে তুলে ধরা হয়। প্রবাস জীবনে  একে অপরের সুখ--দু:খ্য  ভাগাভাগি  করে নেয়া হয়। জামালপুরের সমস্যা সম্ভবনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরো সক্রিয় হলে বহু কিছু করা সম্ভব।  আসুন ব্যাস্ততার মাঝে একটু  সময় বের করে জামালপুরের জন্য কাজ করি। সবার প্রতি রইলো ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।

বক্তব্য  শেষে উপস্থিত সূদুর প্রবাসে জামালপুরের প্রবাসীরা ঈদ আনন্দ ভাগাভাগি ও একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে।  পরে নানা বাহারী আইটেমের বাঙালীর ঐতিহ্যবাহী  পিঠা ও  জামালপুরের ঐতিহ্যবাহী  খাবার  মিল্লি ভাত পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে  লন্ডনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য জামালপুরের সন্তান ও সমিতির উপদেষ্টা  ফেরদৌস রহমান কে সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজন কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি  মকবুল  হোসেন মুকুলের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা  ফেরদৌস রহমান, সমিতির সাধারন সম্পাদক হাশমী কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিরা পারভীন, উপদেষ্টা শাহজাহান সিরাজ, ইফতেখার আহমেদ স্বরণ  , কোষাধ্যক্ষ রোকসানা শিল্পী, সহ সভাপতি সাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল নানটু, মাহবুব ই আলম আদনান, পিপলু, বকুল, হালিমা আকতার বৃষ্টি, তানজিত জান্নাত অভি, মল্লিকা, রাসেল হক, মশিউর রহমান, এস এম সাফি প্রমুখ।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়