Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় দেড় শতাধিক অবৈধ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:০৬, ১৮ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় দেড় শতাধিক অবৈধ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) অভিযানে দেড় শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে । এছাড়া বিভিন্ন দেশের আরও প্রায় ৩৪০ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। অভিযানে ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় আটককৃতদের মধ্যে ১৫৫ বাংলাদেশি ছাড়াও নেপালের ১৪২, ইন্দোনেশিয়ার ১০৯ জনসহ ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

আরওপড়ুন<<>>লন্ডনে জামালপুর সমিতি ইউ’কে ঈদ পুর্ণমিলনী

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৫৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১৪২। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।

দাতুক জাকারিয়া শাবান বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে জানান, এ অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন। যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়