
ছবি: সংগৃহীত
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী-এমপিরা। তাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না বহুদিন। তবে এর মধ্যে মাঝে মাঝে বিদেশের মাটিতে অনেককে এক ঝলক দেখা গেছে। এবার যুক্তরাজ্যের লন্ডনে দেখা গেল পতিত দলের সাবেক অনেক মন্ত্রী-এমপিকে।
রোববার (২০ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হলো- যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের। সেই অনুষ্ঠানেই দেখা মেলে দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও শীর্ষ নেতাদের।
এদিন সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের এ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।
বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মন্ত্রী-এমপিরা বেশ হাসিখুশি দেখা যায় ছবিতে। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন।
আরওপড়ুন<<>>নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা।
দেশে গণহত্যা ও দুর্নীতিসহ নানা অভিযোগে তাদের নামে রয়েছে অসংখ্য মামলা। তবে তারা কবে কোন পথে লন্ডনে পাড়ি জমালেন, সে ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।
তাদের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে বেশ হাসিখুশি ছিলেন তারা। তারা বিয়েতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবি তোলেন।
এর আগে হাসান মাহমুদ, আব্দুর রহমান, শফিকুর রহমানের কফির আড্ডার ছবি ভাইরাল হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।