আগামী কয়েকদিন দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯/৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে বলে তিনি জানান।