Apan Desh | আপন দেশ

বছরের দ্বিতীয় দিনেও শীর্ষ দূষিত শহর ঢাকা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২ জানুয়ারি ২০২৪

বছরের দ্বিতীয় দিনেও শীর্ষ দূষিত শহর ঢাকা

ফাইল ছবি

খ্রিস্টীয় নতুন বছর ২০২৪ সালের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২ জানুয়ারি)। এদিন সকাল ৮টার দিকে বিশ্বের ১০৯ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পর্যবেক্ষণ বলছে, সকাল ৮টায় ঢাকার বাতাসের মান মাত্রা বা একিউআই ২৬৪; যা খুবই অস্বাস্থ্যকর।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণে ঢাকার পরেই নাম আছে ভারতের কলকাতার। শহরটির স্কোর ২৫০; যা খুবই অস্বাস্থ্যকর।

এ ছাড়া ২০৬ স্কোর নিয়ে ভারতের আরেক শহর দিল্লি তৃতীয়, ১৯৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ এবং ১৮৭ স্কোর নিয়ে চীনের উহান পঞ্চম স্থানে আছে।

আরও পড়ুন <> দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেয়া হয়। এ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়