Apan Desh | আপন দেশ

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ৯ এপ্রিল ২০২৪

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

ছবি: সংগৃহীত

বৃষ্টির তাপমাত্রা কমার পর আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ চাঁদ দেখা না গেলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর হবে। ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে। তবে দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা আজ শুরু হয়েছে, এটা এখন আর কমবে না। আগামীকালও তাপমাত্রা বাড়তে পারে। ঈদুল ফিতর বৃহস্পতিবার হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিন তাপমাত্রা কমবে না।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা খুব না–ও বাড়তে পারে। তবে দুপুরের পর থেকেই তাপমাত্রা বেড়ে যাবে। ওই দিন রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরও সম্ভাবনা আছে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়