Apan Desh | আপন দেশ

গরমে সবজির ফলন নিয়ে শঙ্কা 

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৩, ২৪ এপ্রিল ২০২৪

গরমে সবজির ফলন নিয়ে শঙ্কা 

ছবি : সংগৃহীত

চাঁদপুরে গত কয়েকদিনের টানা দাবদাহে মৌসুমি সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।কৃষি বিভাগ বলছে, সবজি ভালো রাখার জন্য কৃষকদের সার্বিক পরামর্শ দেয়া হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কৃষি মাঠগুলোতে ঘুরে দেখা গেছে, ধান খেতগুলোর ফলন খুবই ভালো। তবে সবজি ক্ষেতগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।

এসব মাঠে এ বছর কৃষকরা বোরো ধানের পাশাপাশি পাট, ভুট্টা ও সবজির মধ্যে কইডা, চিচিঙ্গা, করলা, কচু, ঢেঁড়স, ডাটা, পুঁইশাক আবাদ করেছেন। পানির অভাবে অনেক কচুর জমি শুকিয়ে গেছে। ফলে কচু গাছগুলোর পাতা শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। অধিক তাপে ভুট্টা গাছগুলো খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে।

ঘোষেরহাট এলাকার কৃষক লতিফ মাল জানান, তার প্রায় ২০ শতাংশ জমিতে করলা আবাদ করেছেন। টানা কয়েকদিনের গরমে করলা পেকে নিচে পড়ছে এবং গাছের পাতাগুলো মরে যাচ্ছে।

পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের কৃষক জসীম উদ্দীন বলেন, উন্নত বীজ ব্যবহার করে একাধিক জমিতে কইডা, চিচিঙ্গা ও করলা আবাদ করেছি। এখন পর্যন্ত সবজির জমিগুলো মোটামুটি ভালো আছে। তবে আরও গরম পড়লে ক্ষতির সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন <> ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

একই গ্রামের কৃষক জহিরুল হক গাজী বলেন, আমার জমিতে এ বছর কইডি, চিচিঙ্গা ও করলা আবাদ করেছি। তীব্র গরমের মধ্যে জমিতে পানি না দিতে পারায় ফুল হলেও ফলগুলো হচ্ছে না। ফুলগুলো মরে যাচ্ছে।

কৃষক মোহাম্মদ বিল্লাল গাজী। তিনি এ বছর বোরো ধান এবং সবজি উভয় আবাদ করেছেন। টানা তাপের কারণে সবজির জমিগুলোতে পানি দিচ্ছেন। আর তিন একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলন খুব ভালো হয়েছে। শিগগিরই তিনি কর্তন শুরু করবেন।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, চাঁদপুরে বোরো ধান আবাদে কোনো ধরনের সমস্যা নেই। ফলন ভালো হয়েছে। তবে টানা কয়েকদিনের তাপপ্রবাহে সবজির ক্ষতির আশঙ্কা করছি। বৃষ্টি না থাকায় এবং জমিতে পানি না দেয়ার কারণে সবজির ক্ষতি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তাদের সবজির ফলন ভালো রাখার জন্য মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিতে নির্দেশনা দিয়েছেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়