Apan Desh | আপন দেশ

লু’র সঙ্গে আলোচনা ফলপ্রসূ: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ মে ২০২৪

আপডেট: ১৯:৪২, ১৫ মে ২০২৪

লু’র সঙ্গে আলোচনা ফলপ্রসূ: পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৈঠকে লুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সামনের দিকে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে। বন্যা, বনধ্বংস, লস অ্যান্ড ড্যামেজ নানা বিষয়ে প্রযুক্তিগত, স্যাটেলাইটগত ডেটা সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড লুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হলো তা জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, সামনের দিকে সম্পর্ককে কীভাবে আরও সুদৃঢ় করব সেটা নিয়ে ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার যে সম্পর্ক আছে, এটাকে কীভাবে আগামী দিনে আরও এগিয়ে নিতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন>> ‘র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি আইন দফতরে’

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও সেটার অভিঘাত মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ ও আমেরিকা আরও কীভাবে কাজ করতে পারে তা নিয়ে আলাপ করেছি।

তিনি আরও বলেন, আমাদের আগামী দিনের যে সহযোগিতা সেটাকে আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। আমাদের ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে। আমরা তিন বা চার অথবা পাঁচ বছরের একটা কর্মসূচি নেব।

এক প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ কোনো চুক্তি আজ হয়নি। তবে, নানা বিষয়ে চুক্তিতে পৌঁছানোর কাজ চলছে, যাতে করে আমরা যৌথভাবে কাজ করতে পারি। বন্যা, বনধ্বংস, লস অ্যান্ড ড্যামেজ নানা বিষয়ে আমেরিকা প্রযুক্তিগত, স্যাটেলাইটগত ডেটা সহায়তা করবে, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়