ছবি : সংগৃহীত
আগামী শনিবার পর্যন্ত সারা দেশেই বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, এরপর থেকে আবারো পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) আবহাওয়া অধিদফতরের এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান। তবে এ সময়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানান এ আবহাওয়াবিদ।
আবদুর রহমান বলেন, শনিবার পর্যন্ত রাজধানীতেও তাপমাত্রা বাড়বে। এ সময় রংপুর, রাজশাহী বিভাগের সঙ্গে সঙ্গে যশোর, কুষ্টিয়া জেলার তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। তবে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর শঙ্কা নেই।
আরও পড়ুন <> রাজশাহীতে দশকে সর্বোচ্চ ধান উৎপাদন
আগামী রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী ২৩ মে পর্যন্ত থাকতে পারে। এতে কমে আসবে গরমের তীব্রতা।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেয়া ৭২ ঘণ্টার এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ সারা দিন মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।