ছবি: আপন দেশ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। তবে কমেনি দাম। পণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল মার্কেটের চিত্র এমনই দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকটের কারণে গত তিন দিনে বিভিন্ন পণ্যের দাম ব্যাপক ওঠানামা করেছে। ক্রেতাদের চাহিদামতো পণ্য সরবরাহ করা যায়নি। পণ্য সংকট ছিল। যেকারণে কোনো কোনো পণ্য অতিরিক্ত দামে বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা।
গত দুদিন বাজারগুলোতে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজি। সরবরাহ স্বাভাবিক হওয়ায় আজ সেটি বাজারভেদে ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
তবে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। প্রতিকেজি ব্রয়লার ২০০ টাকা ও প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। ডিমের ডজন ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কাঁকরোল, করলা, বেগুন ও মুখিকচুর দাম এখনও ১২০/১৪০ টাকার ওপরে।
কমেনি মাছের দামও। রুই, পাঙাস ও তেলাপিয়া প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে গত কয়েকদিন পণ্য ঢাকায় ঢুকতে পারেনি। তবে কারফিউর পর সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু পণ্যের দাম স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে।
কারওয়ান বাজার আড়ত মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান বলেন, আড়ত পর্যায়ে পণ্য আসতে শুরু করেছে। কিন্তু ভয়ে অনেক পাইকার এখনও বাজারে আসছে না। তাছাড়া পণ্য পরিবহনে ট্রাক ভাড়া বেশি লাগছে। ড্রাইভাররা ঝুঁকি নিয়ে ঢাকায় কম আসছেন। যেকারণে এখনও পণ্যের দাম কমছে না।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।