Apan Desh | আপন দেশ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাকাসহ ১৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের আশংকা রয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

এসব অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঝড়ো হাওয়ার এ সম্ভাবনা রয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে। এ অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

দেশের অন্যান্য এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ধরনের আবহাওয়া পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়