Apan Desh | আপন দেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সূর্যের আলো ফুটলেও বেলা বাড়ার পর আকাশ ক্রমশ মেঘলা হয়ে ওঠে। সকাল ১০টার পর থেকে দমকা হাওয়াও শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে একটু অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়। রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) দেশের উপকূলে বৃষ্টি হতে পারে। তবে ভ্যাপসা গরম চলতে পারে। সমুদ্রের নিম্নচাপসহ আগামী দুই দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে, ঢাকাসহ দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়