ফাইল ছবি
সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে এ বৃষ্টিপাত কমতে পারে। পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।