ধান ক্ষেত। ফাইল ছবি
বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে লালমনিরহাটে ৩ দিন ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত চলতে থাকা অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোপা-আমন ধান ও সবজি ক্ষেত। এছাড়াও, শ্রমজীবী খেটে-খাওয়া সাধারণ মানুষেরাও চরম বিপাকে পড়েছেন।
শুক্রবার সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটে ২৫মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারেননি। অনেকেই বিভিন্ন স্থানে আটকে গেছেন। ফলে তাদের দৈনন্দিন জীবন যাত্রায় কাজেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
এ বৃষ্টি ও বাতাসে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে রোপা-আমন ধান ও সবজি চাষ নিয়ে চাষিদের চিন্তা বাড়ছে।
কৃষকেরা জানান, খরচ বেড়ে গেছে এবং শীতকালীন সবজির চারা রোপণ করতে গিয়ে বারবার সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সবজি খেতের ক্ষতি হচ্ছে এবং রোপা-আমন ধানও হেলে পড়ছে। যেসব ধানের শিষ বের হয়নি, সেগুলোর ক্ষতি হবে। আবারও যে ধানগুলো শিষ বের হয়েছে তারও ক্ষতি হবে।
লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল রহমান বলেন, সবজি চাষীদের দুর্ভোগের যেন শেষ নেই। গত কয়েক মাস যাবৎ সবজি চাষ নিয়ে বিপাকের মধ্যে রয়েছি। বৃষ্টিতে সবজি চারা নষ্ট হয়ে যাচ্ছে, এতে উৎপাদন ব্যাহত হবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন জানান, ঝড়ের প্রভাবে কিছু জায়গায় ধান গাছ হেলে পড়েছে। দানা শক্ত হয়ে যাওয়া ধানের ক্ষতি হবে না, তবে যে সব ধানের শিষ বের হচ্ছে এবং দানা এখনও শক্ত হয়নি, সেগুলোর ক্ষতি হবে। অতিবৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজি চাষী কৃষকদের ক্ষতি হচ্ছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।