Apan Desh | আপন দেশ

ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:২৫, ২৬ অক্টোবর ২০২৪

ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর

ঢাকায় অস্বাস্থকর পরিবেশ। ফাইল ছবি

প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। 

শনিবার (২৬ অক্টোবর) বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। 

এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের মান ২৪০। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২১১ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি শহর। এছাড়া ১১৯ স্কোর নিয়ে ১৫ তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়