আবারও বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা। ফাইল ছবি
কয়েক মাসের বর্ষণের পর সম্প্রতি কমেছে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী দুদিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপর দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেসঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
এদিকে যশোরে বুধবার (৬ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শুক্রবার (৮ নভেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার (৯ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।