ফাইল ছবি
সারাদেশে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (১৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া সোমবারও (১৮ নভেম্বর) দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে আগামী কদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ফলে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামী রোববার ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।