তাপমাত্রা-শীত নিয়ে নতুন বার্তা। ছবি: সংগৃহীত
শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। বর্তমানে চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশে সর্বনিম্ন তাপমাত্রা। সারা দেশেই শীতানুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৮ নভেম্বর) মো. আবদুর রহমান খানের সই করা ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেসঙ্গে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।