Apan Desh | আপন দেশ

রাতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২৮ নভেম্বর ২০২৪

রাতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দেশের উত্তর জনপদে বাড়ছে শীতের তীব্রতা। ভোরের দিকে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে আরো বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার স্থিরচিত্রে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬ টায় একই এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ১ ডিগ্রী এবং আজ সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ০৬-১২ কি. মি.।

বৃহস্পতিবার ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ২৩ মিনিটে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়