Apan Desh | আপন দেশ

জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২৫ ডিসেম্বর ২০২৪

জানুয়ারিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ছবি : আপন দেশ

নতুন বছরের শুরুতেই সারা দেশে আঘাত হানতে যাচ্ছে শীত। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে তারা। মাসজুড়ে দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফত সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের কয়েক জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে। এছাড়া নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তৃত হবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, তাপমাত্রা এখন হালকা কমার দিকে যাবে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে।

ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে জানা গেছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের তেঁতুলিয়াও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়