Apan Desh | আপন দেশ

ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ, নড়েচড়ে বসতে হবে: শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৪

ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ, নড়েচড়ে বসতে হবে: শফিক রেহমান

বক্তব্য দিচ্ছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, শেখ মুজিবর রহমানের আমলে যে ৫০ বছরের চুক্তি (ফারাক্কা চুক্তি) হয়েছিল, সেটি এ বছরই শেষ হয়ে যাচ্ছে; কয়েকদিন পরেই। এ সরকারকে নড়েচড়ে বসতে হবে। কেবল অতীতমুখী হওয়া নয়, সামনের দিকে তাকাতে হবে। ভবিষ্যতে ছেলে-মেয়ে পানি পাবে কিনা সেটা দেখতে হবে। তিনি সরকারের উপদেষ্টাদের বাঁধ পরিদর্শনের অনুরোধ জানান।

রোববার (২৯ ডিসেম্বর) ‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন নামের সংগঠন।

নদ-নদীর বর্তমান অবস্থা বর্ণনা করে শফিক রেহমান বলেন, এতদিন শুনেছি, পদ্মা শুকিয়ে যাচ্ছে। কাল ছবি বের হয়েছে তিস্তাও ধু ধু করছে। আমি নিজেও সেখানে গিয়েছি, বাঁধ দেখেছি। বাংলাদেশের যে বাঁধ বিপর্যয়, সেটি থেকে দেশ যেন মুক্তি পায়, সেটা দেখতে হবে।

বাঁধ দেখার অনুরোধ জানিয়ে এ প্রবীণ সাংবাদিক বলেন, উপদেষ্টাদের অনুরোধ করছি, তারা যেন বাঁধ দেখেন। কারও কথা শুনবেন না, আপনারা যান সেখানে। তরুণরাও যান সেখানে, ফারাক্কা বাঁধ কতটা ক্ষতিকর হতে পারে বাংলাদেশের জন্য সেটা দেখুন। আর আপনারা (সরকার) যে নতুন চুক্তি করবেন, সেটা বিবেচনা করে করবেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে। সুতরাং আপনারা তাড়াতাড়ি সেখানে যান।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর আজ যারা বেঁচে আছেন, যাদের আত্মীয়-স্বজনরা আছেন, তারা যেন আত্মমর্যাদা ফিরে পান, সেটাও আমাদের দেখতে হবে। শুধু আর্থিক শারীরিক মানসিক নয়, তারা যেন আত্মমর্যাদা ফিরে পায় সেদিকে দেখতে হবে।

শফিক রেহমান বলেন, শেখ হাসিনা মজ্জাগতভাবে একজন খুনি। অহরহ তিনি শুধু খুনের কথা ভাবেন। এতো বিচারের দরকার কী? রায় দিয়ে দিলেই পারেন। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই, এত বিচার করতে যাবেন না। কারণ শেখ হাসিনা কী করতে পারেন এটা আমার ভালোই ধারণা আছে। আমার ভয় হয়, তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, আরেকটা তামাশা। আমরা জানি সে খুন করেছে। তার রায় দিয়ে দিন এখনই। কোনও দরকার নেই দীর্ঘায়িত করার।

আলোচনা সভায় আরও ছিলেন– লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, সাংবাদিক মারুফ কামাল খান, রাজনৈতিক বিশ্লেষক মিনার রশীদ, নিহত বিডিআর সদস্যের সন্তান অ্যাডভোকেট আব্দুল আজিজ, বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী সানজানা সানিয়া জোবাইদা, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়েজুল আলম প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়